shape
shape

নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায়  স্বাগতম ।

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় স্বাগত শুভেচ্ছা। 

একুশ শতকের চ্যালেঞ্জ ব্যবস্থাপনায় জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় পবিত্র ক্বোরআন শরীফ, হাদীস শরীফ, ইলমে ফিক্বাহ, আরবী এর পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি, বিজ্ঞান, কম্পিউটার - আইসিটি সহ সরকারী কারিকুলাম এর সকল বিষয় ভিত্তিক অত্যাধুনিক দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ মানের সুশিক্ষা নিশ্চিত করে বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করা এবং দুনিয়া-আখিরাত উভয় জাহানে সফল কামিয়াবি হয়ে উঠতে ছাত্র-ছাত্রীদেরকে গড়ে তোলাই নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সার্বিক প্রচেষ্ঠা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তে¡র প্রতি আনুগত্য এবং সরকারী সকল প্রকার দিক নির্দেশনার একনিষ্ঠ বাস্তবায়নে কঠোর শ্রম, সাধনা, সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনার প্রতি অবিচল আস্থাই অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রেরণা। মাদ্রাসার নিয়মিত ছাত্র-ছাত্রীদের আরবি, ইংরেজি, আইসিটি সহ বিভিন্ন ভাষার জ্ঞানার্জন সৃজনশীলতা, দলগত কাজ, ক্রিটিক্যাল থিংকিং, যোগাযোগ দক্ষতা অর্জনে দেশি-বিদেশি ফ্রি উন্নত প্রশিক্ষণ, স্টিম এডুকেশন অনুসরণ করে জ্ঞান অর্জনে সহায়তা যা ছাত্র-ছাত্রীদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ব্যবস্থাপনার উপযোগী হয়ে উঠতে সহযোগিতা করছে। অত্র  মাদ্রাসায়  সরকারী বৃত্তি, দেশি-বিদেশি স্কলারশীপ সুবিধা এবং  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার-কারিগরি প্রশিক্ষণ সনদ প্রাপ্তির সুযোগ থাকায় ছাত্র-ছাত্রীরা স্বনির্ভরশীল হয়ে উঠছে। নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা সুষ্ঠু, সুন্দর, সুচারুরুপে শান্তিপূর্ণভাবে পরিচালনায় যাঁরা বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন তাঁদের প্রতি আমাদের বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা ও দোয়া রইলো।  

বিনীত সালামান্তে-  

নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা|

মাহমুদ নগর, ডাকঘর-এনএন.মাহমুদিয়া মাদ্রাসা, পোস্ট কোড-৩৩৪৩

আফজল মাঝির পাড়া, বিসিক, চান্দগাঁও, চট্টগ্রাম। 

মহৎ ও আদর্শ জীবন গঠনে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নোক্ত নিয়ম শৃঙ্খলা ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্য পালণীয়ঃ
  • মাদ্রাসার নির্ধারিত পোশাক পরিধান করা বাধ্যতামূলক। অন্যথায় শ্রেণি কার্যক্রমে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না।
  • নির্দিষ্ট সময়ে নিয়মিত মাদ্রাসায় আসা।
  • মাদ্রাসার সকল পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহণ করা।
  • মাদ্রাসার শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও আসবাবপত্র সংরক্ষণ করা।
  • মাদ্রাসায় অনুপস্থিত থাকলে, অনুপস্থিতি প্রতিবেদন অংশে অভিভাবকের স্বাক্ষরসহ অনুপস্থিতির কারণ লিখে দিতে হবে। অন্যথায় শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
  • মাদ্রাসায় ডায়েরী নিয়ে আসা ও শ্রেণি পাঠ্যক্রম লিপিবদ্ধ করা।
  • প্রতি মাসের বেতন ১ থেকে ১০ তারিখের মধ্যে অগ্রিম পরিশোধ করতে হবে।
  • ক্লাস চলাকালীন সময়ে শ্রেণি কক্ষে অভিভাবকের প্রবেশ নিষেধ।
  • প্রতিদিনের পাঠ্যক্রম, মাদ্রাসায় কার্যক্রম, শিক্ষা কার্যক্রম বা অন্য যে কোন বিষয়ে অভিভাবক গণের অভিযোগ, পরামর্শ বা মতামত মাদ্রাসা কার্য দিবসে ছাত্র-ছাত্রীদের স্ব স্ব শ্রেণিতে উপস্থিত থেকে উক্ত বিষয় শিক্ষক-শিক্ষিকাদের জানাতে পারেন।
  • পরীক্ষার ফলাফল বিবরণী গ্রহণ করার পর ৪ দিনের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ শ্রেণি শিক্ষক/শিক্ষিকার নিকট ফেরত পাঠাতে হবে। কোনক্রম ফলাফল বিবরণী হারালে প্রত্যেক ছাত্র/ছাত্রীকে উক্ত বিবরণীর জন্য ১০০ টাকা দিতে হবে।
এক নজরে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহঃ
  • নৈতিক ও আধুনিক শিক্ষায় সুসমন্বিত একটি আদর্শ মাদ্রাসা।
  • উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকামন্ডলী দ্বারা পাঠদান।
  • মাসিক টিউটোরিয়াল
  • NCTB এর সিলেবাস অনুসরণে পাঠ নির্ধারণ ও পরীক্ষার ফলাফল মূল্যায়নে গ্রেডিং পদ্ধতি অনুসরণ।
  • মেধাবী গরীব ছাত্র/ছাত্রীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুবিধা।
  • ইংরেজি, ধর্মীয় ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব প্রদান।
  • ইংরেজি, আরবি, ফ্রেঞ্চ, আইসিটি ভাষার প্রশিক্ষণ প্রদান বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা প্রদান
  • ক্লাসে মনোযোগী হওয়ার জন্য বিশেষ ব্যবস্থা।
  • শিক্ষার মান, পাঠদান ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের অভিভাবকদের সাথে মত বিনিময়ের ব্যবস্থা।
  • সব পরীক্ষার সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত বার্ষিক ফলাফল নির্ধারণ।
  • শারীরিক ও মানসিক বিকাশ সাধনে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের ব্যবস্থা।
  • অত্র এলাকার স্থায়ী বাসিন্দা, শিক্ষক, সমাজের বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও ব্যক্তিত্বের সমম্বয়ে সুদক্ষ পরিচালনা পরিষদ গঠিত।
  • মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা আছে।
  • ছাত্র-ছাত্রীদেরকে দেশি-বিদেশি,  সরকারী-বেসরকারী ফ্রি উন্নত প্রশিক্ষণে প্রেরণ
ছাত্র-ছাত্রীর আচরণ বিধি
  • মাদ্রাসা বন্ধ ব্যতীত প্রতিদিন যথাসময়ে মাদ্রাসায় আসবো।
  • প্রতিদিন গোসল করে, পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে মাদ্রাসার ড্রেস পরে জুতা মোজা পায়ে দিয়ে মাদ্রাসায় আসবো।
  • প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসবো।
  • বড়দের সালাম দিব, শ্রদ্ধা করব এবং ছোটদের স্নেহ করবো।
  • শিক্ষকদের সম্মান করব এবং তাদের উপদেশ মেনে চলবো।
  • বিষয়ভিত্তিক খাতা, বই ও কলম/পেন্সিল নিয়ে আসবো।
  • নখ, চুল ছোট করবো এবং চুল আঁচড়িয়ে বিদ্যালয়ে আসবো।
  • শ্রেণি শৃঙ্খলা বজায় রাখবো, শ্রেণিকক্ষ ও মাদ্রাসার  আঙ্গিনা অপরিচ্ছন্ন/নোংরা করবো না।
  • মাদ্রাসার  আসবাবপত্র যত্ন সহকারে ব্যবহার করবো।
  • মাদ্রাসার  দেয়ালে ও বেঞ্চে কিছু লিখবো না।
  • অনুমতি না নিয়ে অন্যের কোনো কিছু ব্যবহার করবো না। শ্রেণিকক্ষে/মাদ্রাসায় কোন কিছু পেলে শ্রেণি শিক্ষক মহোদয় এর নিকট তা জমা দেবো।
  • প্রতিদিন মাদ্রাসায় সমাবেশে অংশগ্রহণ করবো।
  • মাদ্রাসায় সাংস্কৃতিক কর্মকান্ড , বাগান চর্চা, বয়স্কাউট / গার্লস গাইড ও খেলাধূলায় অংশগ্রহণ করবো।
  • ছেলে-মেয়ে সবাই সমান তা মেনে চলবো।
  • টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধৌত করব এবং টয়লেট পরিস্কার রাখব।
  • অপরিচিত লোকের দেয়া কোন কিছু খাবো না এবং তাদের সাথে যাবো না।
  • নামাজের সময় নামাজ পড়বো
  • নিয়মিত পবিত্র ক্বোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত, হাদীস শরীফ এবং ইসলামী জ্ঞানের চর্চা করবো। 
  • শ্রেণিপাঠে মনোযোগ দেবো এবং হাতের লেখা সুন্দর করবো।
  • শিক্ষকের অনুমতি না নিয়ে মাদ্রাসা ত্যাগ করবো না।
  • মাদ্রাসায় কোন সমস্যা তৈরী হলে সাথে সাথে শ্রেণি শিক্ষক মহোদয় / অধ্যক্ষ মহোদয়কে জানাবো।

 

মাদ্রাসার পোষাক (ইউনিফর্ম) এর বিবরণ
   ছাত্র - শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি
ছাত্রীঃ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি
পাঞ্জাবী সাদা পাঞ্জাবী, সাদা টুপী এবং মাদ্রাসার ব্যাচ  কামিজ সাদা কামিজ, সাদা উড়না এবং মাদ্রাসার ব্যাচ 
পায়জামা

সাদা পায়জামা ও সাদা কেডস

সেলোয়ার সাদা সেলোয়ার ও সাদা কেডস
ছাত্র ঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত
ছাত্রীঃ  ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত
পাঞ্জাবী, সাদা পাঞ্জাবী, সাদা টুপী এবং মাদ্রাসার ব্যাচ  কামিজ সাদা কামিজ, সাদা ওড়না এবং মাদ্রাসার ব্যাচ
 পায়জামা সাদা পায়জামা সেলোয়ার সাদা স্বাভাবিক ডিজাইনের।
সুয়েটার সাদা  রংয়ের। বোরকা জামার উপরে বোরকা থাকতে হবে 
জুতা সাদা কেডস সুয়েটার সাদা  রংয়ের।
মোজা প্লেইন সাদা জুতায়   সাদা  মোজা অন্য কোন রং এর ডিজাইন থাকতে পারবে না। চুল সাদা ফিতায় বেনী করে আসতে হবে।
 রুমাল পাগড়ী  সাদা রুমাল ও  সবুজ পাগড়ী  জুতা ও মোজা সাদা কেডস এবং সাদা মোজা 

বিঃদ্রঃ মাদরাসার নির্ধারিত পোশাক ছাড়া কোন ছাত্র/ছাত্রীকে মাদরাসায় কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে না।