অধ্যক্ষের বার্তা

 বর্তমানে এ্যাফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন প্রথম এবং সর্বোচ্চ মানের সরকারী বিশ্ববিদ্যালয় হলো ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়, এর অধীনে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও কলা অনুষদ এর পাশাপাশি শুধুমাত্র ইসালামি আরবি বিশবিদ্যালয় ই ‘ধর্মতত্ত¦ এবং ইসলামী আইন’ শাস্ত্রের উপর ফাজিল ¯œাতক ডিগ্রী প্রদান করা হয়। নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীরা অত্যন্ত সৌভাগ্যবান তারা ঘরে বসেই বিশ্বব্যাপী অত্যন্ত উঁচুমান সমৃদ্ধ একটি ডিগ্রী ‘ধর্মতত্ত¦ এবং ইসলামী আইন’ এর জ্ঞান দক্ষতা অর্জন এবং সার্টিফিকেট প্রাপ্তির  সুযোপ পাচ্ছে বিশ্বব্যাপী এর ব্যাপক চাহিদা রয়েছে। তাঁদের ‘ধর্মতত্ত¦ এবং ইসলামী আইন’ (ব্যাচেলর অফ থিওলোজী এন্ড ইসলামিক স্টাডিজ, বিটিআইএস) এর জ্ঞান এবং সার্টিফিকেট পৃথীবির যে কোন দেশে যে কোন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়ালেখা গবেষণা সহ বিভিন্ন চাহিদা পূরণে কাজে লাগাতে পারবেন বলে আমরা আশাবাদী। নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা বিশ্বের চাহিদা পূরণে ইসলামিক স্কলার এবং দক্ষ মানব সম্পদ তৈরীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে স্বচেষ্ঠ রয়েছে। মাদরাসাটিতে রয়েছে দেশে বিদেশে সুপরিচিত  খ্যাতনামা দক্ষ  শিক্ষকমন্ডলী, উন্নত পাঠদান, সর্বোচ্চ মানের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, জাতীয় এবং আন্তর্জাতিক মান রক্ষায় এগিয়ে থাকা একটি আদর্শ দ্বীনি ধর্মী অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা। আমি এর সকল সহযোগিদের প্রতি সবিনয়ে কৃতজ্ঞতা জানাই। বিশ্বব্যাপী নিজেকে এগিয়ে রাখতে অত্র মাদরাসার অত্যাধুনিক শিক্ষান্নোয়নমূলক সেবা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান রইলো।   বিনীত সালামান্তে -

আলহাজ্ব হাফেজ ক্বারী আল্লামা মুহাম্মদ মহিউল হক 
                        অধ্যক্ষ
নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা 
মাহমুদ নগর, বিসিক, 
ডাকঘর-এনএন মাহমুদিয়া মাদরাসা 
থানা- চান্দগাঁও, জেলা চট্টগ্রাম।